![]() |
নিহত (ছবি : প্রতীকী) |
ঝিনাইদহের শৈলকূপার মাধবপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় শওকত হোসেন (৪০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত স্কুল শিক্ষক কুষ্টিয়ার দৌলতপুর থানার শ্যামপুর গ্রামের আক্কাচ আলীর ছেলে। তিনি ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার নিত্যানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক।
শৈলকূপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, সকালে কুষ্টিয়ার দৌলতপুরে নিজ বাড়ি থেকে ঝিনাইদহের হরিনাকুণ্ডুতে মোটরসাইকেলযোগে স্কুলে আসছিল শওকত হোসেন। পথিমধ্যে শৈলকূপার মাধবপুর এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে উদ্ধার করে সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।