![]() |
পাবনার চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান (ছবি : সংগৃহীত) |
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পাবনার চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমানকে বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (৫ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে তদন্ত করা হয়। এতে তিনি তদন্ত কর্মকর্তাদের সহযোগিতা করেননি বরং কীভাবে তা বাধাগ্রস্ত করা যায় সেই অপচেষ্টা চালিয়েছেন। তদন্ত কমিটির সঙ্গে অধ্যক্ষের এমন আচরণ ঔদ্ধত্যপূর্ণ এবং তার বিরুদ্ধে তদন্ত কাজে অসহযোগিতা কিংবা সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।
কলেজটি নিয়ে শিক্ষক-কর্মচারী ও অধ্যক্ষের মধ্যে বিভক্তি শুরু হয়। তাকে অপসারণের দাবিতে শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। ফলে কলেজটিতে শিক্ষাদান কার্যক্রম হুমকির মুখে পড়েছে।
তাছাড়া ওই অধ্যক্ষের বিরুদ্ধে একটি মামলায় গত ২৬ জানুয়ারি তাকে জেলহাজতে পাঠানো হয়। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৯৭৮ সালের মেমোরেন্ডাম অনুযায়ী তাকে ২৬ জানুয়ারি থেকে ভূতাপেক্ষভাবে চাকরি হতে স্বাভাবিকভাবে বরখাস্ত করা হয়েছে।
প্রচলিত নিয়মে তিনি সাময়িকভাবে বরখাস্তকালীন খোরপোষ ভাতা পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।