পরিবর্তনের কথা বলে

Music

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, February 7, 2020

নারীর অংশগ্রহণ ছাড়া সামাজিক উন্নয়ন অসম্ভব : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী
বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি 
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, গ্রামীণ অর্থনীতির বিকাশই আমাদের অর্থনীতির মূলভিত্তি। আর নারীর অংশগ্রহণ ছাড়া সামাজিক উন্নয়ন অসম্ভব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারী অগ্রগতির যে পথ তৈরি করে গেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা এগিয়ে নিচ্ছেন। আজ আমার এমপি-মন্ত্রী হওয়ার পেছনে চাঁদপুরের নারী সমাজের ব্যাপক ভূমিকা রয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর শহীদ মিনারে সাত দিনব্যাপী উদ্যমী নারী এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. খলিকুজ্জামান ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল আমিন।
চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অপ্সরা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মনিরা আক্তার, চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমাসের সভাপতি মনোয়ারা হাকিম আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলাল, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির, এক্সটারনাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.) প্রমুখ।
সাংবাদিক ইকবাল হোসেন পাটোয়ারি ও হাজীগঞ্জ মডেল কলেজের প্রভাষক ফারজানা ইয়াসমিন অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন। পরে মন্ত্রী বিভিন্ন নারী উদ্যোক্তাদের মাঝে নয় লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন। এ অনুষ্ঠান শেষে বিকালে মন্ত্রী চাঁদপুর প্রেস ক্লাবের ২০২০ সালের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

Post Top Ad

Your Ad Spot