![]() |
কঙ্গো জ্বর (ছবি : এপিএ নিউজ) |
চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে এখন সারা বিশ্বের মানুষের মনেই আতঙ্ক বিরাজ করছে। এর মধ্যেই আফ্রিকার দেশ মালিতে নতুন এক রোগ দেখা দিয়েছে। আর নতুন এই আতঙ্কের নাম ‘কঙ্গো জ্বর’।
এ রোগে আক্রান্ত হলে সাধারণত রক্তবমি হয়। আর কঙ্গো জ্বরের কারণে ইতোমধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে।
চিকিৎসকদের বক্তব্যের ওপর ভিত্তি করে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) প্রকাশিত এক খবরে এপিএ নিউজ জানিয়েছে, কঙ্গো জ্বর সার্চ জাতীয় ভাইরাস নয়। আর এটি করোনা ভাইরাস থেকেও আলাদা।
এ বিষয়ে মালির আঞ্চলিক সরকারের মুখপাত্র ইয়াকুবা মাইগা বলেছেন, চলতি বছরের জানুয়ারির শেষের দিকে সামোয়া গ্রামে এক রাখাল প্রথমবারের মতো কঙ্গো জ্বরে আক্রান্ত হন। ষাঁড়ের মাধ্যমেই ওই রাখালের দেহে রোগটি সংক্রমিত হয় বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ১৪ জন ব্যক্তি কঙ্গো জ্বরে আক্রান্ত হন। সব মিলিয়ে কঙ্গো জ্বরে এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে।
মালি সরকার এর মধ্যেই কঙ্গো জ্বরের কারণ খুঁজে বের করার জন্য একটি কমিঠি গঠন করেছে। তবে কমিঠি এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো কারণ জানাতে পারেনি।