![]() |
১৫ থেকে ২০ মিনিট সময়ে নেপাল যাওয়া যাবে (ছবি- ইন্টারনেট) |
প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি ‘হিমালয় কন্যা’ খ্যাত নেপাল। প্রতি বছর অগণিত দর্শনার্থী দেশটিতে পাড়ি জমান এর সৌন্দর্য উপভোগ করতে। বিশ্বর অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকে প্রতি বছর লাখ লাখ দর্শনার্থী নেপাল ভ্রমণে যান।
নেপাল যাওয়ার ক্ষেত্রে প্রধান ভরসা বিমান। যা ঢাকা-কাঠমান্ডু রুটে চলে। এই রুটে কাঠমান্ডু যেতে দেড় ঘণ্টা সময় লাগে।
ঢাকা-কাঠমান্ডুর বিমান ভাড়া ১৬ থেকে ২০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে। এবার এই খরচ অর্ধেকে নামিয়ে আনার চিন্তা করছে বাংলাদেশ ও নেপাল সরকার। কেবল খরচ নয়, কমবে সময়ও। মাত্র ১৫ মিনিট সময়ে পাড়ি দেওয়া যাবে নেপালে।
সময় ও খরচ কমাতে সৈয়দপুর থেকে নেপালের বিরাটনগর রুট চালু করতে নীতিগতভাবে একমত হয়েছে ঢাকা ও কাঠমান্ডু।
এ বিষয়ে ঢাকায় অবস্থানরত নেপালের রাষ্ট্রদূত ড. বংশীধর মিশ্র জানান, নতুন এ ফ্লাইট চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সৈয়দপুর থেকে নেপালের পূর্বাঞ্চলে যেতে মাত্র ১৫ থেকে ২০ মিনিট সময় লাগবে। এটি অভ্যন্তরীণ ফ্লাইট মতো হওয়ায় কমবে ভাড়াও। তবে ইমিগ্রেশনসহ দুদেশের বিমানবন্দরেই অনেক কাজ করতে হবে।
আরও পড়ুন : ভুটান ভ্রমণে নতুন আইন, দিনপ্রতি ফি ১৪০০ টাকা
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানান, সৈয়দপুরকে অভ্যন্তরীণ থেকে আঞ্চলিক বিমানবন্দরে উন্নীত করতে কাজ শুরু করেছে সরকার। অবকাঠামোগত সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি বাড়ানো হচ্ছে রানওয়ের আকারও। তবে এটি বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে।