![]() |
শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ছবি : সংগৃহীত) |
পাঠ্যবইয়ের অতিরিক্ত নোট-গাইড বন্ধ করতে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘বর্তমান সৃজনশীল শিক্ষাব্যবস্থায় নোট গাইডের প্রয়োজন নেই।’
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন স্কিল রেডিনেস ফর অ্যাচিভিং এসডিজিএস অ্যান্ড অ্যাডপ্টিং ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন’ বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের জন্য প্রণীত পাঠ্যপুস্তকে কোনো ধরনের নোট-গাইড পড়ার প্রয়োজন হয় না। অভিভাবকদের এ বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। বিষয়টি আমাদের ভাবনায় আছে।’
তিনি বলেন, ‘দেশের বিপুল জনশক্তিকে দক্ষ করে তুলতে কারিগরি শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ২০২১ সাল থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে কারিগরি কোর্স চালু করা হবে। বর্তমান সরকার ২০২১ ও ২০৪১ সালের কাঙ্ক্ষিত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতীয় জীবনের সর্বক্ষেত্রে জ্ঞানভিত্তিক প্রযুক্তির দক্ষতা বাড়াতে চায়। সে লক্ষ্যে আমরা দেশের কারিগরি শিক্ষাকে মূল স্রোতধারায় পরিণত করতে চাই।’