![]() |
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ |
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ আগামী ১ মার্চ নির্ধারণ করে হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তৃণমূল নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, মহানগর আওয়ামী লীগের বর্তমান নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে এই তারিখ জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলনের সম্ভাব্য তারিখ ১ মার্চ নির্ধারণ করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মাসের প্রথম তারিখ থেকে সারা দেশের মতো রাজশাহীও সাজানো শুরু হবে। আর এই দিনই উৎসব মুখর পরিবেশে মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাছাই করবেন কারা আগামী দিনে রাজশাহীতে নেতৃত্ব দেবে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের এই নেতা বলেন, যারা চাঁদাবাজ, মাদক সেবনকারী বা ব্যবসায়ী, টেন্ডারবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজ তারা নেতৃত্বে থাকতে পারবেন না। কারণ তাদের কুকর্মের প্রভাব দলের ওপর পড়ে। এ সময় হাছান মাহমুদ জানান, দলকে তৃণমূল থেকেই সংগঠিত করতে হবে।