![]() |
বিএনপি লোগো (ফাইল ফটো) |
দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৮ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
তিনি বলেন, ওইদিন দুপুর ২টায় এ সমাবেশ হবে।
এর আগে, খালেদা জিয়ার দুই বছর কারাবাসের প্রতিবাদ ও মুক্তির দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ৮ ফেব্রুয়ারি প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দেয় ঐক্যফ্রন্ট। সমাবেশে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়।
মঙ্গলবার ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে স্টিয়ারিং কমিটির বৈঠকে এসব জানানো হয়।