![]() |
দুর্ঘটনা কবলিত বাস |
রাজশাহীর তানোরের বুড়াবুড়িতলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও ১০ জন আহত হয়েছেন। তাদের তানোরের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতরা হলেন- তানোর উপজেলার চিমনা গ্রামের মৃত জুমুল মণ্ডলের ছেলে রিয়াজ উদ্দীন (৬০) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার টকঘোইল গ্রামের ফজলুর রহমানের ছেলে ও পান ব্যবসায়ী মনিরুল ইসলাম (৪০)।
তানোর থানার ওসি রাকিবুল হাসান জানান, সাকিব পরিবহন নামের যাত্রীবাহী বাসটি আমনুরা থেকে রাজশাহীতে আসছিল। পরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়ে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে।