![]() |
পোপ ফ্রান্সিস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো) |
বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ইতালির রাজধানী রোমের কাছে ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ হয়। সেখানে তারা কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন— প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় অবস্থান করেন এবং পোপ ফ্রান্সিসের সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকালে রোম থেকে ইতালির আরেক শহর মিলানে যাবেন। পরের দিন শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিলান নগরী থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।
এর আগে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে রোমের ভিয়া দেল আন্তারতিদে এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নিজস্ব চ্যান্সেরি ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ দিন দুপুরে ইতালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পালাতসো কিজিতে দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দু’দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে একমত হয় ইতালি ও বাংলাদেশ।
ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের আমন্ত্রণে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে চার দিনের সরকারি সফরে রোম পৌঁছান শেখ হাসিনা।