![]() |
হাসপাতালে চিকিৎসাধীন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী |
করোনা ভাইরাস মোকাবিলায় চীন চেষ্টার কোনো কমতি রাখছে না। তবুও কিছুতেই রোধ করা যাচ্ছে না রহস্যময় এই ভাইরাসের বিস্তার। শুরু থেকেই বলা হচ্ছিল করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে বিশ্বকে ভুল তথ্য দিচ্ছে চীন। এর প্রমাণ পাওয়া গেল চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্টের একটি তথ্যে।
নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে টেনসেন্ট জানিয়েছে, করোনা ভাইরাসে এখন পর্যন্ত ২৪ হাজার ৫৮৯ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ২৩ জন।
এ দিকে চীনের সরকারি তথ্য মতে, প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৬৪ জনের মৃত্যু হয়েছে। আর এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ১৮ জন।
টেনসেন্টের দাবি, সরকারের পক্ষ থেকে দেওয়া এই তথ্য পুরোপুরি ভুল। চীন সরকার করোনা ভাইরাস নিয়ে প্রতিনিয়ত বানোয়াট তথ্য দিচ্ছে।
টেনসেন্টের দেওয়া এই তথ্য নিয়ে রীতিমতো ঝড় বইছে বিশ্বজুড়ে। অনেক বিশেষজ্ঞের দাবি, টেনসেন্ট চীনা সরকারের গোপন তথ্য ফাঁস করে দিয়েছে।