![]() |
আবুল কালাম আজাদ (ছবি : সংগৃহীত) |
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ দুই বছরের জন্য পুনর্নিয়োগ পেয়েছেন। তার চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়।
ওই আদেশে বলা হয়েছে, ৪ ফেব্রুয়ারি থেকে বর্ধিত মেয়াদ কার্যকর হবে। এর আগে ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি আবুল কালাম আজাদকে তিন বছরের জন্য রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক ও এমডি পদে সচিব পদ মর্যাদায় নিয়োগ দেওয়া হয়। এরপর ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি তার নিয়োগের মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়। তৃতীয় দফায় তার মেয়াদ বাড়ল আরও দুই বছর।
২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। আবুল কালাম আজাদ ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার ছিলেন। ২০০২ সালে দেশে ফিরে তিনি আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার প্রেস সচিবের দায়িত্ব পালন করেন।
১৯৭৩ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় যোগদানের মাধ্যমে সাংবাদিকতা পেশা শুরু করেন আবুল কালাম আজাদ। পরবর্তীকালে তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও মহাসচিব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।
আবুল কালাম আজাদ পেশাগত জীবনে একজন সাংবাদিক এবং ট্রেড ইউনিয়ন নেতা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সিন্ডিকেট, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালনা পরিষদ, বাংলাদেশ প্রেস কাউন্সিল ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।