![]() |
| ছবি : প্রতীকী |
রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনা এবং সিরিয়াসহ বেশ কয়েকটি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তুরস্কের। রুশ ক্ষেপণাস্ত্র কেনায় মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫ কার্যক্রম থেকে তুরস্ককে বের করে দেওয়ার হুমকি প্রদান করেছে যুক্তরাষ্ট্র। এতে ক্ষুব্ধ হয়েছে আঙ্কারা।
তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানায়, এফ-৩৫ কার্যক্রম থেকে বের করে দেওয়ার জন্য যারা হুমকি দিয়েছে তাদের জবাব দিতে দেশীয় প্রযুক্তিতে সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান তৈরি করা হচ্ছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান এ ঘোষণা দেন।
তুরস্কের মধ্যাঞ্চলে একটি সামরিক সরঞ্জাম কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এরদোগান বলেন, যুদ্ধবিমানের নকশা প্রণয়ন থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত সবক্ষেত্রে দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হবে। এটি আকাশে উড়বে ২০২৩ সালে।
তুরস্ক এরই মধ্যে দেশীয় প্রযুক্তির যুদ্ধবিমান তৈরির কাজ শুরু করেছে। এর নাম হবে টিএফ-এক্স ন্যাশনাল কমব্যাট এয়ারক্র্যাফট (এমএমইউ)। এটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের মতোই হবে। অর্থাৎ, লকহেড মার্টিন এফ-৩৫ যুদ্ধবিমানে যেসব প্রযুক্তিগত সুবিধা আছে সেইসব সুবিধা থাকবে তুর্কি এই যুদ্ধবিমানে।
তুরস্কের এক্স ন্যাশনাল কমব্যাট এয়ারক্র্যাফট (এমএমইউ) নামের যুদ্ধবিমানটি হবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে এই ধরনের বিমান তৈরির অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করেছে তুরস্ক।
