পরিবর্তনের কথা বলে

Music

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, February 3, 2020

৮০ ট্রিলিয়ন কিউবিক ফুটের গ্যাসক্ষেত্র পেল আমিরাত

গ্যাস ক্ষেত্র
সংযুক্ত আরব আমিরাতের একটি গ্যাসক্ষেত্র (ছবি : আল-জাজিরা)
নতুন একটি গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। যেখানে মজুদ আছে আনুমানিক ৮০ ট্রিলিয়ন কিউবিক ফুট গ্যাস। খবর ‘খালিজ টাইমস’।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোমবার (০৩ ফেব্রুয়ারি) বিশাল মজুদের এ গ্যাসক্ষেত্র খুঁজে পাওয়ার ঘোষণা দিয়েছে আরব আমিরাত সরকার। আর এই গ্যাসক্ষেত্রটির অবস্থান দুবাই-আবুধাবি সীমান্ত এলাকায়।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে ৫৮ ট্রিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফুট গ্যাস মজুদ আছে এমন একটি ক্ষেত্র পায় সংযুক্ত আরব আমিরাত। আর অল্প সময়ের ব্যাবধানে এবার আরও একটি নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পেল দেশটি।
এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে কর্তৃপক্ষ বলেছে, নতুন এ গ্যাসক্ষেত্র সংযুক্ত আরব আমিরাতকে প্রাকৃতিক গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হতে সহযোগিতা করবে। একই সঙ্গে সামনের বছরগুলোতে দেশটির গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পেও সাহায্য করবে এটি।
এ দিকে এক টুইটার বার্তায় দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রাশিদ আল মাখতুম বলেছেন, ঐতিহাসিক একটি বিষয়ের সাক্ষী হলাম। আরব আমিরাত বিশাল মজুদের একটি গ্যাসক্ষেত্র পেয়েছে। ক্ষেত্রটিতে প্রায় ৮০ ট্রিলিয়ন কিউবিক ফুট গ্যাস মজুদ রয়েছে।

Post Top Ad

Your Ad Spot