পরিবর্তনের কথা বলে

Music

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, February 3, 2020

হাতেরও যত্ন নিন

ময়েশ্চরাইজার

নিয়মিত ত্বকের যত্ন নিলেও হাতের প্রতি তেমন যত্নশীল নই আমরা। প্রতিদিনের কাজ, শীতের রুক্ষ আবহাওয়া, বাজে রাসায়নিকের সংস্পর্শ ও সঠিক যত্নের অভাবে আমাদের হাত শুষ্ক, রুক্ষ হয়ে যায়।
তাই শুধু ত্বক নয় পাশাপাশি হাতের যত্নও নেওয়া উচিত। কিছু নিয়ম মেনে চললে হাতকে প্রাকৃতিকভাবে নরম ও কোমল রাখা যায়।
ময়েশ্চারাইজার ব্যবহার করুন 
শীতে হাত রুক্ষ হয়ে যায়। অনেকের হাত ফাটা সমস্যা দেখা দেয় এ সময়। এই সমস্যা থেকে মুক্তি পেতে হাতেও ময়েশ্চারাইজার লাগাতে হবে। চাইলে নারকেল তেল, বাদাম তেল ও অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। 
ক্রিম ব্যবহার করতে পারেন 
হাতের জন্য বিশেষ ক্রিম পাওয়া যায়। হাত ধোয়ার পর হাতে ক্রিম লাগিয়ে নিন। এতে এমন কিছু উপাদান থাকে যা হাতকে করে তুলবে নরম। 
সাবান ব্যবহার কমান 
বার বার সাবান দিয়ে হাত ধোয়া বন্ধ করুন। এটি হাতকে রুক্ষ করে ফেলে। সাবানের পরিবর্তে হাত ধোয়ার জন্য হ্যান্ডওয়াশ ব্যবহার করুন। 

গরম পানি ব্যবহার করবেন না
হাত ধোয়া ও গোসলের সময় গরম পানি ব্যবহার করবেন না। গরম পানি হাতের আর্দ্রতা কমিয়ে দিয়ে হাতকে রুক্ষ করে দেয়। 
সানস্ক্রিন ব্যবহার করুন 
হাতকে সুরক্ষিত রাখতে সূর্যের ক্ষতিকর রশ্নি ও শীতল বাতাস থেকে দূরে রাখুন। ঘরের বাইরে বের হলে সানস্ক্রিন ও গ্লাভস পরে নিন। 
এই নিয়মগুলো মেনে চললে হাত থাকবে কোমল ও নরম। 

Post Top Ad

Your Ad Spot