
ফরিদপুরে এসএসসির ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-8)।
সোমবার (৩ ফেব্রুয়ারি) এসএসসির ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ওই যুবককে আটক করা হয়।
আটক ওই যুবকের নাম মো. সাহাবুদ্দিন শেখ (২০)। সে বোয়ালমারী উপজেলার গুনবহ গ্রামের সিরাজ শেখের ছেলে।
র্যাব-৮-এর কোম্পানি অধিনায়ক সোয়েব আহমেদ খান জানান, আটক শাহাবুদ্দিন শেখ চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত। সে অনলাইন ভিত্তিক বেশ কয়েকটি ফেসবুক গ্রুপের মাধ্যমে এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে সরবরাহ করার নিমিত্তে প্রচারণা চালায়। এভাবে চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে দেওয়ার আশ্বাস দিয়ে অনেকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় সে।
এ ব্যাপারে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় পাবলিক পরীক্ষা অপরাধ আইনে মামলা দায়ের করা হয়েছে।